অনেকদিন পর আবার এসেছি,
গ্রামের পড়ো ভিটেতে আমাদের,
ঘুরে ঘুরে দেখি চারিধার,
তারপর এসে বসি ফের।
বহু পুরানো আম গাছগুলো,
এখনো পাশাপাশি দাঁড়িয়ে আছে,
কাঁঠাল জামরুল বাতাবিলেবু গাছ,
সবুজ পাতায় ভরে গেছে।
খড়ের চালের মাটির বাড়িটা,
বহুদিন হল পড়ে গেছে,
স্বপ্নের ভিতর আসে মাঝে মাঝে,
আর স্মৃতিতে এখনও জেগে আছে।
তবুতো আছে ভিটেটুকু পড়ে,
অতীত জীবনের ইতিহাস ধরে,
পূর্বপুরুষের পদচিহ্ন যায়নি মুছে,
মাটির ইতিহাসে তা লেখা আছে।
ঘাস মাটি শুকনো ঝরাপাতা,
ভালোবেসে ছুঁয়ে ছুঁয়ে দেখি,
মনে হয় অতীত সময় যেন,
ভেসে আসে স্মৃতির হাত ধরে।