সমাজ সংসারের বঞ্চনা ও অত্যাচারে,
নারীর মনে আসে হতাশা বেদনা ও দহন,
সমাজ সংসার দাঁড়ায় না তার পাশে,
দূরে চলে যায় তার আত্মীয় ও পরিজন।
সব আছে, প্রেম ভালোবাসা আন্তরিকতা,
স্নেহ মায়া মমতা ভরা সুন্দর এক মন,
সংসারের সব কাজ করে যায় নির্বিবাদে,
করে সেবা যত্নে সাহচর্যে সন্তান পালন।
তবু কেন নারী পায় না কদর ও সম্মান,
পায় না কেন একটু সহানুভূতি ভালোবাসা,
নারীর প্রাপ্য কদর ও সম্মান নেই যে দেশে,
সে দেশের উন্নতির নেই কোন আশা।