একসঙ্গে বট অশ্বত্থের দুটি চারা গাছ,
গ্রামের মেয়েটি দিয়েছিল পুঁতে রাস্তার ধারে,
প্রেমের ছায়া হয়ে তারা বড় হবে,
তার প্রেম বেঁচে রবে সময়ের পারে।
মেয়েটি জানেনা একটি ছেলে বড় উচাটনে,
গিয়েছিল তার সঙ্গে দেখা হবে বলে,
হয়নি দেখা,মেয়েটি গিয়েছিল প্রেমিকের সনে,
ছেলেটি ফিরেছিল না দেওয়া চিঠি ছিঁড়ে ফেলে।
গাছ দুটিতে যুগল প্রেমের বাণী ওড়ে,
যখন পাতায় পাতায় খেলে দক্ষিন হাওয়া,
ওখানেই ছেলেটির ছিন্ন চিঠিটি ওড়ে আজও,
ফিরে ফিরে তার বিরহের গান গাওয়া।