নরনারী প্রেমে মন হয় উতরোল,
নূতন বোধের অপরূপ অনুভবে,
শুধু মনে হয় এ জীবন পূর্ণ হোল,
বন্ধনেতে পড়ে ভুল ভাঙে বোঝে তবে।
ঈশ্বর প্রেমেতে আছে খোলা মুক্তি পথ,
আন্তরিকভাবে যদি পারো ডুব দিতে,
অপার শান্তিতে ভরে যাবে সারা মন,
ঈশ্বরের নামে তার ধ্যানে তার গীতে।