যে ভালোবাসার অন্তরালে থাকে সুপ্ত কামনা,
থাকে ভালোবেসে ভালোবাসা পাওয়ার বাসনা,
সে ভালোবাসা সংকীর্ণ প্রাপ্তির চিন্তা থেকে হয়,
এ ভালোবাসা কষ্টের, নয় শান্তি আনন্দের নিশানা।
যে ভালোবাসা ফুলের মতো, চায় না কোন প্রতিদান,
ফল্গু ধারার মতো বয়ে যায়, মনে আনে আনন্দ গান,
সে ভালোবাসায় কষ্ট নেই ঈর্ষা নেই, নেই কামনা,
সে ভালোবাসার অনুভবে ঈশ্বরের অধিষ্ঠান।