সোনালী স্বপ্নগুলো হারিয়ে যায়,
সময়ের হাওয়ার দুর্নিবার স্রোতে,
একাকীত্বের অসহ অন্ধকার মাঝে,
স্মৃতিগুলো আসে আলো হাতে।
সময়ের স্রোতে ভেসে ভেসে,
নূড়ি পাথরের মতো অবহেলায়,
জীবনের তটে পড়ে থেকে,
জীবন বিষাদে ভরে যায়।
স্মৃতির আলোকে অতীত ফেরে,
স্মৃতিচারণায় দিন কেটে যায়,
মুহুর্তের হাত ধরে ধরে,
এগিয়ে চলা মৃত্যুর আঙিনায়।