তুমি কি জানো, স্বপ্নমালা দিনরাত খোঁজে তোমায়,
আনন্দ চলে গেছে, হৃদয় ভরে গেছে বেদনায়,
কোথায় গেলে, কেন গেলে চলে,
চলে গেলে কেন আমায় না বলে,
দিও না বিরহ আর, হৃদয় কেবলই তোমারে চায়।