কাল তোর কথা ভেবে ভেবে,
কেটে গেছে আমার সারাটা দিন,
দেখতেও পাইনা, না পাই কথা শুনতে,
ফোনও বন্ধ, ছটফট করেছি যোগাযোগহীন।

ভালো বাসিস না তো বাসিস না,
একটু হোয়াট্স অ্যাপ তো করতে পারিস,
আমার থেকে লুকোবার কি আছে জানি না,
আমার ভালোবাসার তরীর ছিন্ন হাল সেতো জানিস।

এই ছিন্ন হালের ভালোবাসার তরী ,
কতদিন আর বয়ে যাবো বল,
ভালোবাসা আমায় ডুবিয়েছে অতলে,
ডুবে মরেছি খুঁজে না পাই তার তল।

শোন, একটা কথা বলি শোন,
ফিরে আয় আবার আগে যেমন ছিলিস,
কথা হোক গল্প হোক শুধু ভালোবাসা নয়,
তোলা থাক তাকে কি করে ভুলিস।