হৃদয়ের মাঝে আবেশের সমুদ্র সফেন,
বারে বারে ফিরে যাই সেদিনের সেই ক্ষনে,
চোখ জুড়ানো রূপের ঢেউ তুলে এসেছিলে,
এতো রূপের অপরূপ বাহার দেখিনি জীবনে।
চোখের চাহনিতে এতো কথা বলো,
সুরের পাল তুলে চলো মনের গহনে,
আমি চেয়ে রই তোমার দিকে নীরবে,
মন,ভ্রমরা হয়ে ঘুরে বেড়ায় তোমার পানে।
এসেছিলে সেদিন রূপের সৌরভ ছড়িয়ে,
নিষ্পলক চেয়েছিলাম মাতাল হয়ে সৌরভের ঘ্রাণে,
আমায় ভাসিয়ে নিয়ে যাও তোমার রূপের সাগরে,
ভেসে যাবো তোমায় ভালোবেসে তোমার সনে।