একটি মন আর একটি মনের কাছে এসে,
ভালোলাগার গভীর আনন্দে উঠে মেতে,
আর একটি মনে নিজের মনের ছায়া দেখে,
মনটির হৃদয়ে ভালোলাগার গোলাপ ওঠে ফুটে।
গোলাপ ফুটে উঠে মনে সৌরভ ছড়ায়,
ভালোলাগার আবেশে ভালোবাসার ঝরণাধারায়
মনটি স্নাত হয়ে, আকূল হৃদয়ে বিবশ নয়নে
আর একটি মনকে খুঁজে খুঁজে বেড়ায়।
ভালোবাসার ঝরণাধারা এসে প্রেমের নদীতে মেশে,
মনটি পেতে চায় অপর মনকে প্রেমের আনন্দে অপার,
অপর মনটির মনে জাগেনি ভালোলাগা ভালোবাসা প্রেম,
মনটি বিরহ সাগরে ভাসে, প্রেমের আশ মেটে না তার।