দেখেছো অপরূপ রূপের ছটা,
মনটা কি দেখেছো কখনো তার,
মনটা না বুঝলে ভাল করে,
প্রেম রবে না জীবনে তোমার।
দেহটা দেখা যায় সহজেই,
মনটা দেখা অত সহজ নয়,
মনকে জানা আগে দরকার,
জানলেই হবে প্রেমের জয়।
যদি চাও মিলিত জীবন,
মেলে ধরো নিজেকে অকাতরে,
গোপন কিছুই করার নেই,
জানো নিজেদের সময় ধরে।
এভাবে যখন মিলবে দুটি মন,
প্রেম রয়ে যাবে হৃদয়ের গভীরে,
সে বন্ধন কখনো হবে না ছিন্ন,
হৃদয় মিলেবে হৃদয়ের তীরে।