হৃদয়ে আনন্দ হিল্লোল আনে,
যে স্থান কাল পাত্র ও দেশ,
মন সেখানে ফেরে বারবার,
আবার ফিরে পেতে তার রেশ।
যে চিন্তা যে অনুভব আনে,
হৃদয়ে বিমল আনন্দ অফুরান,
মন সেখানে ফেরে বারবার,
সে চিন্তা অনুভবে করে অনুধ্যান।
যে শিল্প গান কথা ও কবিতা,
হৃদয় গহন মাঝে ছুঁয়ে যায়,
মন সেখানে ফেরে বারবার,
তার মাঝে নুতন দিগন্ত খুঁজে পায়।
যে গভীর ভালোবাসা ও প্রেম,
বিপুল আনন্দ তরঙ্গে হৃদয় ভাসায়,
মন সেখানে ফেরে বারবার,
তার আলোকে অন্ধকার পেরিয়ে যায়।