ওখানে ছিলাম বহুদিন আমি,
অকারণ সে মায়ায় ভুলে,
সৌরভ আমি খুঁজেছি অন্তহীন,
শুকনো পুরানো সে ফুলে।
ফুল তো ফোটেনি কোনদিন,
আসেনি তো কোনো ফাল্গুন,
তবু সে দাবদাহে নিদারুণ,
ফাল্গুন যে এসেছিল যেন।
এসো এখনও তুমি ফিরে,
ভেঙেছে তো ভুল এখন,
কেন মিছিমিছি ঘুরে ঘুরে,
চলেছো বিরহ বেদনে প্রতিক্ষণ।
আনো ফাল্গুন তোমারই বাগানে,
ফুটুক ফুল থরে থরে,
কেন ঘোরো প্রজাপতি-মনে,
দূ্রের ঐ মরীচিকা-জালে।