যে প্রেম জাগায়েছিলে এ হৃদয় মাঝে,
দেখো মৃত কীটের মত তা পড়ে আছে,
দেখো ফুলে ফুলে সাজায়েছি সামিয়ানা,
হৃদয় রোদ হয়ে ছড়ায় ঘাসে গাছে।
সারা সকাল দুপুর ও বিকাল জুড়ে,
উন্মুখ নীলিমার অবারিত আহ্বান,
মোহের অবগুণ্ঠন আজ খুলে ফেলে,
আমিও তো ছড়ায়েছি সব মন প্রাণ।
মৃত প্রেম বিবিক্তিতে জেগে উঠে মনে,
তোলে নাতো কোন আনন্দের শিহরণ,
তবুও এক নিগুঢ় মায়াবী বেদনা,
অপরূপে ছুঁয়েছে হৃদয়ের গহন।
যে প্রেম জাগায়েছিলে এ হৃদয় মাঝে,
জানি তা মৃত,বৃথা আজ তারে স্মরণে,
তবুও রৌদ্রভেজা চীলের মত এক,
অপরূপ অনুভব ওড়ে হৃদয় বনে।