যে তারা মরে গেছে,
তার আলো আজও আসে,
যে প্রেম ঝরে গেছে,
আলো তার তবু ভাসে।

যে প্রেম মরে যায়,
আলো তার রেখে যায়,
পুরানো স্মৃতি সে আলোয়
স্নান করে আবেশ মাখায়।

ঝরা প্রেম হারায় অতলে,
একদিন তা নষ্ট হয়,
জোৎস্নার মতো মায়াবী আলোয়,
হৃদয় তবু ভরে রয়।