তুমি কি আজো এখনও কোথাও,
আলো হাতে নিয়ে প্রদীপ জ্বালাও,
এখনও কি সাঁঝে গানের সুরে,
রাতের আকাশ ওঠে ভরে।
তুমি কি আজও বিরহিনী এক,
গ্রামের পথে পথে উদাস বাউল,
তুমি কি আজও হেঁটে যাও-
জোনাকীজ্বলা বাঁশবন কৃষ্ণচূড়া ফুল।
তুমি কি মনের মায়াহরিণী,
হৃদয় মনের চির ছায়াসঙ্গিনী,
তুমি কি চিরতৃষা অধরা মরীচিকা,
চলো ধেয়ে মনের পথ বেয়ে।
আঁখি চেয়ে রয় অপার বিষ্ময়ে,
রূপ ঝরে পড়ে অরূপ সাগরে।