মনটাকে আমার শিশুর মতো দাও করে,
হে লাস্যময়ী নারী,মাতৃরূপ দেখাও তোমার,
শিশুর সারল্যে নিষ্পাপ মনে দেখব তোমায়,
দেহ তোমার আনিবে না ডেকে কামনা আর।
দেখব চেয়ে রূপের বাহার মাতৃস্নেহ মাখা,
নামবে শান্তি মনে আমার ও রূপের ছায়ায়,
আসব আমি তোমার কাছে শিশুর মতো হয়ে,
মাতৃসমা এই কথাটি যেন মনে রয়ে যায়।