কতদিন হয়নি কোন কথা,
কবিতা তুমি চলে গেলে কোথায়,
বিপদ আজ সারা দেশ জুড়ে,
ভয়ে ত্রাসে জীবন শুকিয়ে যায়।
আনন্দ আজ হারিয়ে গেছে মানুষের,
ভয় অনিশ্চিত অবস্থায় দিন কাটায়,
মৃত্যুর মিছিল সারা দেশ জুড়ে,
মানুষ কাটায় দিন সীমাহীন দুর্দশায়।
শিশুরা দিন কাটায় ঘরে বন্দি হয়ে,
মানুষে মানুষে নেই সাক্ষাত গল্পে কথায়,
সকলেই চায় সকলকে সন্দেহের চোখে,
গভীর অন্ধকারের ছায়া চারিদিকে ছায়।
চারিদিকে এত দুঃখ এত কষ্ট,
মানুষের মঙ্গল ভাববার লোক কোথায়,
দেশকে বাঁচাও মানুষকে বাঁচাও,
ঈশ্বরের কাছে এই প্রার্থনা তোমার পাতায়।