যখন আলো নিভে যায়, থামে কোলাহল,
অন্ধকার ভরা নির্জনতায় ছায় চারিধার,
কল্পনায় অপরূপ রূপে হৃদয় আচ্ছন্ন করে,
মিষ্টি প্রেমের ভাষায় অপলকে চেয়ে থাকো,
আমি আবেশে নীরবে চোখ বুজি তখন,
আমার হৃদয় আনন্দ তরঙ্গে প্লাবিত হয়।
আনন্দময়ী রূপে তুমি আমার চেতনায়,
কতো না নূতন নূতন ভাবের সৃষ্টি করো,
কল্পনার লীলায় ফুটে ওঠে কবিতার ফুল,
সেই ফুলেই দিই তোমায় বিরহের অঞ্জলী।