কতদিন দেখেছি স্বপ্নে তোমায়,
হলুদ খড়ে ছাওয়া মাটির বাড়ি,
বিলীন এখন কালের থাবায়।
কল্পনার ক্যানভাসে আঁকি ছবি তারই,
স্মৃতিজড়ানো প্রতিটি কোণে কোণে,
শৈশবের ইতিহাস না পড়ে কি পারি।
সে যে আমারই জন্যে প্রহর গোনে।