স্মৃতির নীরব নীলিমার মাঝে,
উড়ে চলে যায় মন পাখী,
বিরহ বাতাসে ভেসে চলে সে যে,
কেমনে যে তারে ধরে রাখি।
ঘাসের মতন উদাস নয়নে,
চেয়ে থাকি আমি সারাদিন,
দহন শেষের বৃষ্টিধারা হয়ে,
ফিরে আসো যদি কোনদিন।
সময় যে বহে চলে গেছে ঢের,
ঊষর হোয়েছে মন ভূমি,
আজ কতদিন হয়ে গেলো হায়,
দূরে চলে গেছো বল তুমি।