১) খারাপ কথা খারাপ ব্যবহার,
যদিও কোনটাই ঠিক নয়,
সেই কথা সেই ব্যবহার,
ভুললেই হবে তোমার জয়।
২) যে কথা বহুদিন আগে,
হয়েছিল তোমাকে বলা,
হয়তো বলা হয়েছিল রাগে,
কেন তাই নিয়ে এখনো চলা।
৩) পুরানো কথা মনেতে রেখে,
শুধুই কষ্ট মনের বাড়ে,
সে কথা তখন বারে বারে,
আমাদের তাড়া করে ফেরে।
৪) ভাবতে হবে সব সময় আমাদের,
যখন কেউ খারাপ কথা বলে,
কি মনের অবস্থায় ছিল সে,
কি করতে সে তুমি হলে।
৫) যদি খারাপ কথা কেউ বলে তোমায়,
ভেবে দেখো দোষ ছিল কি তোমার,
যদি থেকে থাকে তোমার কোন দোষ,
চেষ্টা করো সে দোষ এখন শোধরাবার।