মনের বাগানে এখন এ অসময়ে,
কেন আজ মন ভুলায় দক্ষিন হাওয়া,
প্রেমের নদীতে হয়েছে তো স্নান,
নুতন প্রেমে কেন ফিরে চাওয়া।
মন চেয়েছিল যখন তোমায় পাশে,
সাড়া দাওনি হয়েছি দিশেহারা,
পুরানো প্রেম হলে অবসান নুতন প্রেমে,
কথার মালায় গানের সুরে কেন গুঞ্জন করা।
দেখি সবুজ ঘাসে শিশির ঝরা,
মন ভেসে যায় সে রূপকথার আবেশে,
নিজেকে হারাই কল্পনার মাঝে এসে,
সকল ছেড়ে এবার হারাবো কবিতার দেশে।