দুইদিন অপেক্ষায় আছি
তুমিতো এলে না,
চারিদিকে কত উৎসব
কেন করো ছলনা;
তুমি এলে, হৃদয়
মেলে প্রজাপতি ডানা,
তোমার কথা মনে
আনে আনন্দ অজানা;
দুইদিন অপেক্ষায় আছি
তুমিতো এলে না,
আকাশে চেয়ে চেয়ে
ভাবি তোমারি ভাবনা;
তোমারি ভাবনায় যদি
আজ হয় ভোর-রাত,
ভোরের শিশিরে রব
বৃন্তঝরা শিউলির সাথ।