সবুজ পাতার আড়ালে বসে এক পাখি,
প্রতিদিন ডেকে চলে মধুর সুরে,
কত রঙে রাঙা তার পালক ঠোঁট,
সুর শুনি, দেখতে পাই না ভালো করে।
মন ভরে যায় তার মধুর সুরে,
এ যেন তার ভালোবাসার আহ্বান,
বিরহ ঝরে পড়ে তার ডাকে,
ভালোবাসার দোসর খোঁজে তার প্রাণ।
তার নেই কোন বাসা নেই কোন আশা,
ভালোবাসাটুকু দিয়ে করে মধুর সুরে গান,
এ যেন এক না লেখা কবিতা কোন এক কবির,
নিটোল এই কবিতার কবিকে আমার প্রণাম।