কিছু কিছু কথা কিছু কিছু সময়,
সবুজ ঘাসে রূপালী শিশিরের মতো,
হৃদয়ের পরতে পরতে ছুঁয়ে থাকে,
মনে আনে আনন্দের ঢেউ অবিরত।
সেই কবেকার কিছু যাপিত সময়,
গভীর রাতের নীরব সুপ্তির মাঝে,
বিন্দু বিন্দু হয়ে ছড়িয়ে পড়ে,
সময়ের বিন্দুতে হৃদয় স্বপ্ন খোঁজে।
কবেকার সেই রাতের পূর্ণিমার চাঁদ,
স্বপ্নের আকাশে চলে ভেসে ভেসে,
ভালোবাসার অনুভব আনন্দরূপ ধরে,
ফুলের সৌরভের মতো হৃদয়ে মেশে।