১) ভালোবাসা জীবনে একবার পেলে,
কিছুই আর যায় আসে না,
ভালোবাসায় যে আনন্দ মেলে,
অন্য কিছুই তা দেবে না।
২) বন্ধনে একবার পড়লে বাঁধা,
তা থেকে মুক্ত হওয়া দূরহ,
বন্ধনের ফাঁস যেন হয়না দৃঢ়,
এমন চেষ্টা সদাই করো।
৩) সমালোচনা যদি কেউ করে কখন,
দেখবে তাতে তোমারি ভাল হয়,
খতিয়ে দেখো সেই সমালোচনা,
তাতে নেই কোন কারণ এমন নয়।
৪) মনের ভিতর কি যে হয়,
মন তার হদিশ পায় না,
চলবে সে কোন পথে কখন,
আমরা তার কিছুই বুঝিনা।