দূরের ঐ তারাদের দেখেছি,
অপার বিষ্ময়ে কতবারে,
শুনেছি কোকিলের মধুর গান,
বেসেছি ভালো আমি নীলিমারে।
আতা গাছের পাতার মাঝে,
ফিঙের দল এসে নাচে,
দোয়েল শিষ দিয়ে যায়,
একা বসে ফলসা গাছে।
শুনেছি ঘুঘুর মায়াবী ডাক,
শামুকখোল উড়ে ঐ নীলিমায়,
বসন্তবৌরি ডেকে চলে নাগাড়ে,
" বউ কথা কও" উড়ে যায়।
মাছরাঙা বসে মাছের প্রতীক্ষায়,
ডাহুক ঘোরে পুকুরের পাড়ে,
কাঠঠোকরার গায়ের অপরূপ রঙ,
চেয়ে দেখি বারে বারে।
আমের ডালে এসেছে বৌল,
ভ্রমর এসে ঘুরে যায়,
বসন্তের কিছু ছবি দেখি,
প্রকৃতির ক্যানভাসে প্রাণ পায়।