বেদনার আলোয় দূর হলে আঁধার,
খুঁজেছি এক নূতন নীরব আকাশ,
আকাশের সুদূরতা শুধুই কল্পনা,
নিকট কল্পনা মাঝে গভীর হুতাশ।
ঢেউয়ের মতো আরো এক ঢেউ,
নীলাভ অনুরাগের স্থির আলোড়নে,
জ্যোৎস্নার মতো আরো এক জ্যোৎস্না,
ছুঁয়ে গেছে অনুভব হৃদয় ও মনে।
বাউল গান গায় কোকিল কালো ফিঙে,
বাবলার সবুজ পাতার মাঝে বসে,
বেদনার আলো স্পষ্টতর তার চোখে,
সন্ধ্যায় সব পাখিরা ফিরে যায় শেষে।