মেঘ হয়ে সারা আকাশ ভরে রইলে,
কেন বৃষ্টি হয়ে ঝরে পড়লে না,
আমি বৃষ্টি ঝরা দেখতে ভালোবাসি,
তুমি বৃষ্টি হয়ে ঝরে আমায় কেন ভালোবাসলে না।
তুমি ঝড়ের আভাস হয়ে রইলে,
ঝড় হয়ে কেন উঠলে না,
আমি ভালোবাসি ঝড়ের উদ্দাম মাতামাতি,
তুমি ঝড় হয়ে উঠে আমার মন কেন মাতালে না।
আমি কবিতা খুব ভালোবাসি,
তুমি কবিতা কেন লিখলে না,
আমি উজাড় করে ভালোবাসতে ভালোবাসি,
তুমি কেন তেমন করে ভালোবাসতে পারলে না।