কেউ নিষেধ কোরো না,
ওখানে আমায় যেতে দাও,
ওখানের রৌদ্রে এখনও ওড়ে,
আমার শৈশবের শঙ্খচীল,
তার ডানা তোমরা কেটো না।
ওখানের বাতাসেতে আজও ঘোরে,
আমার প্রথম ভালোবাসার,
বাতাবী লেবু ফুলের সৌরভ,
ওখানে আমায় যেতে দাও।
ওখানের নীলিমায় আজও আছে,
আমার প্রথম মায়াবী বেদনা,
সাঁঝের বাতাসে আজও ঘোরে,
কুয়াশায় চাদরে ঢাকা হতাশ্বাস।
সাঁঝের আঁধার ডেকেছিলো সমাদরে,
বাঁশবনের ঘন কালো অন্ধকারে,
জোনাকিরা জ্বেলে ছিল আলো,
তারাগুলো আকাশেতে জেগে ছিলো।
হৃদয়ের মদিরতা দ্রবীভূত হলে,
আসে এক নেশাধরাণো আলো,
গোধূলির রঙ বিষাদের মতো,
সহস্রমুখী ফোয়ারায় হৃদয়ে ছড়ালো।
ভালো লেগেছিল সে আলো,
মেঘে মেঘে আলোর বিস্তার,
অনেক-অনেক দিন দেখেছি।
কেউ নিষেধ কোরো না,
ওখানে আমায় যেতে দাও।
আমার শৌশবের সে শঙ্খচীল,
ভালোবাসার বাতাবী লেবুফুলের গন্ধে,
আজও ওড়ে ঘুরে ঘুরে,
নীলিমার ওপারের সুদূর নীলিমায়,
কোন সে নীরব মায়াবী বেদনায়।
কেউ নিষেধ কোরো না,
ওখানে আমায় যেতে দাও।