তোমার প্রেম মনে ফুলের মতো
নির্মোহ ভালোবাসার সৌরভ ছড়ায়,
ভেসে আসে অনুভবের তরঙ্গ যত,
এসে এখানে মন অপার শান্তি পায়।

কাজ সব সেরে এখন এসে বসো
সবুজ ঘাসের এই ছড়ানো লনে,
কাটুক সময় আমাদের কবিতা পড়ে,
পাঠের আনন্দ-অনুভব নিক টেনে।

কতদিন ছিলাম বলো দূরে দূরে,
আজ যদি এসে থাকি আমরা কাছে,
কবিতার মাঝে ডুব দেব একসাথে,
মন ভরে নেবো যত আনন্দ আছে।