স্মৃতিগুলো কবিতা হয়ে ঝরে পড়ে,
ভালোবাসার সৌরভ আনে মনে,
ভালোবাসা জোৎস্নার মতো ভাসে,
ভুলে যাই তুমি নেই আমার জীবনে।
পৃথিবীর সব কোলাহল সব আয়োজন,
নিমেষে কোথায় যায় মিলিয়ে,
সোনালী অনুভবের আনন্দ উড়ানে,
তবু বিরহ বেদনা কবিতায় যায় ছুঁয়ে।
সোনালী চিলের মতো স্মৃতি সব,
মনে চলে আসে নীরব উড়ানে,
সাঁঝের নীরব মেঘালী আঁধারে,
বিফল ভালোবাসার বেদনা আনে।