যত দূরেই চলে যাওনা তুমি,
মন আরো বেশী কাছে পায়,
চাঁদ যেমন বহু দূরে থেকেও,
রূপালী জ্যোৎস্না ছড়িয়ে যায়।