রাস্তার দুই পাশে দুটি বট গাছ,
দাঁড়িয়ে আছে বহুকাল ধরে,
গ্রামের লোকে বলে জোড়া বটগাছ,
রাতে এখানে দিয়ে যেতে ভয় করে।
শাখা প্রশাখা মেলে ছায়া দেয়,
গরমে রোদে পরিশ্রান্ত কত পথিকেরে,
মৃদু হাওয়ায় পাতাগুলি কাঁপে,
পাখীর কূজন সুর তোলে ভোরে।
কত লোক যায় এ পথ দিয়ে,
রাতে আবার ফিরে আসে এ পথে,
জোড়া বট গাছের তলায় এসে,
সকলের ভয়ে বুক দুরুদুরু কাঁপে।
রাতের আঁধারে ডাকাতের দল,
নিরীহ পথিকেরে করে লুন্ঠন,
নির্মম কত কাহিনী শোনা যায়,
কত মানুষের চলে গেছে জীবন।
দূরে দূরে দেখা যায় কত গ্রাম,
কত মানুষ এখানে এসে ভয়ে হয় নত,
এরই ছায়ায় শীতল হাওয়ায়,
কত পথিকের প্রাণ জুড়ায় সতত।