রিনি, তোর বাড়ীতে যখন আসি,
সময় পিছন দিকে চলতে থাকে,
একে একে দশক পেরিয়ে যাই,
স্মৃতিগুলি আমার হাতে হাত রাখে।
গান গল্পের সন্ধ্যা গুলো আজও,
ফুটে আছে দেখি শুভ্র পদ্ম শোভায়,
ছড়ায় মনে নিবিড় আনন্দ আবেশ,
তখনি এক বিরহ বেদনা হৃদয়ে ছায়।
প্রেমের মধু আকন্ঠ করে পান এখন,
সুখের সংসারে তোর আনন্দের জীবন,
কোনদিন বুঝিস নি বুঝবি না জানি,
কেন স্বপ্নের মত এই অনুভবে ভরে মন।