আহা,যদি এমন হতো,
তোমার সঙ্গে দেখা হলে
বলতে- কতদিন পরে এলে
বারে বারে আসো নাতো;
আরক্ত মুখে আমার দিকে
শুধুই চেয়ে চেয়ে থাকতে,
বলতে- কি যে দেখি
তুমি যদি কখনো জানতে;
আমি বলতাম- তুমি আমার
পুকুরে ফোটা লাল শালুক,
দূরের থেকে দেখি শুধু
এতেই যত আমার সুখ;
তুমি বলতে- আমি তোমার পদ্ম হবো
কবে থেকে হবো বলো,
পদ্মমনি আমি যে তোমার
মন-পুকুরে ফুটে রব;
আমি বলি- তুমি হবে
ভোমরা আমার মনের বাগানে,
খুঁঁজব শুধু তোমায় আমি
আমার সকল গানে গানে।