উত্তাল সমুদ্র মাঝে তরঙ্গে দুলে দুলে,
দিশা পেতে খুঁজেছি ধ্রবতারা আকাশে,
যেতে চাই আনন্দ শান্তির সবুজ দ্বীপে,
নিরলস খুঁজে চলেছি আকূল প্রয়াসে।
দিন রাত্রি এসেছে আবার চলে গেছে,
ভোরের আলো ফুটেছে রাত্রি শেষে,
সূর্য উঠে ছড়ায়েছে রোদ সমুদ্রের পরে,
দূর হতে দেখেছি সবুজ দ্বীপ আভাসে।
এসেছি সবুজ দ্বীপে শুনেছি সমুদ্র গর্জন,
দূর হতে এসেছি সমুদ্রের উত্তালতা পেরিয়ে,
খুঁজে পেতে চাই আনন্দ শান্তি নির্জন নিরালায়,
বিষ্ময়ে দেখি সবুজ গাছের পাশে এক সুন্দরী মেয়ে।
মদালসা আঁখি তার উন্মুক্ত দেহ শোভা,
হৃদয় মাঝে বিভোল আবেশের ছোঁয়া দিয়ে,
আমার চেতনায় নেশার মশাল জ্বালিয়ে তোলে,
সুন্দরী নারীর হাতে রাখি হাত এগিয়ে গিয়ে।
চেয়েছিলাম মুক্তি জীবন যন্ত্রণা থেকে,
বুঝেছি মুক্তি নাই কোথাও কোনখানে,
জীবনের জটে জড়াবে জীবন আবার,
এক নারী এসে অবশেষে টেনে নেয় জীবনে।