আমি কেবলি প্রতীক্ষায় থাকি,
কবে আসবে সে দিন,
হৃদয় জুড়ে থাকবে শুধু,
ভালোবাসা আর আনন্দ প্রতিদিন।
ষড়রিপু যাবে ভেসে সেদিন,
শান্তির সুরে ভরবে মনোবীণ,
ভয় সংশয় থাকবেনা আর,
পাখীর পালকসম হৃদয় নির্ভার।
আনন্দ রাগ বাজবে মনে,
শান্তি বনের হাওয়ার সনে,
আসবে সেদিন কোন একদিন,
জানবে জীবন এক আনন্দবীণ।