দোতলা বাড়ীতে একা বসে বসে,
সারাদিন কি ভাবো বলো তুমি,
সেদিনও তো সে ছিল কাছে,
আজ তার জীবন গিয়েছে থামি।
এইতো সেদিন দেখেছি তো আমি,
কত গল্প আলোচনা বসে বারান্দায়,
আমি গিয়ে যোগ দিয়েছি সেথায়,
সেসব আজ মনে পড়ে যায়।
লনে বসে শীতের ঝলমলে রোদে,
কত কবিতা শুনলে তোমরা আমার,
সাদা মেঘ নীল আকাশের বুকে,
সৌরভ আসে বাগান হোতে তোমার।
কত যত্নে খেতে দিলে তুমি,
খাওয়ার শেষে বারান্দায় আমরা বসে,
দখিন দিক হোতে বায়ু বহিতেছে,
দোলনচাঁপা দুলিতেছে পাতার মাঝে হেসে।
আজ দেখি একাএকা বসে আছো,
বড় ব্যাথায় যায় বুক ভরে,
জীবন কেন এত অনিশ্চিত হায়,
আনন্দ হাসি নিমেষে যায় চলে।