সেদিনের সেই উতরোল ভুলে,
হৃদয়ের তীরে এসো ফিরে এখন,
মায়াবী সময়ের দুই হাত ধরে,
যেও নাকো তুমি আর দূরে।

এখানে বয় মৃদু দক্ষিনা বাতাস,
শুকনো পাতার মতো গ্লানি সব,
চলে যায় দূরে উড়ে উড়ে,
নির্মল হৃদয় ওঠে কখন ভরে।

হৃদয়ের তীরে এসো ফিরে এখন,
দেখো হলুদ রোদের সকাল,
মায়াবী ঘুঘুর ডাক নির্জন দুপুরে,
রুদালি চিল ওড়ে আকাশের নীলে।

ভালোবাসা পেয়েছিলে? হয়ত পাওনি,
তবুও তো তুমি ভালবেসেছিলে একদিন,
প্রেমিক হৃদয় তোমার স্নাত হয়েছিল,
আবেগের নীল জ্যোৎস্নায় প্রেম অনুভবে।

শুধু এইটুকুই জেনো অনেক হৃদয়ে,
ধীরে ছেয়ে ফেলে মনের আকাশ,
সময় প্রবাহের সাথে বিপুল বিস্তারে,
অশান্ত সমূদ্রের ঢেউয়ের মতো।

সে দিনের সেই উতরোল ভুলে,
মায়াবী বিরহের দুই হাত ধরে,
হৃদয়ের তীরে ফিরে এসো এখন,
যেও নাকো তুমি আর দূরে।