ভালোবাসা তুমি যেও না চলে,
যার হাত ধরে হৃদয়ে এসেছিলে,
সে চলে গেছে বহু দূরে,
ভালোবাসা তুমি যেও না চলে।
তোমার সঙ্গ ছাড়া হলে,
কবিতা আসে না একেবারে,
নীলিমা নীল হারায় কল্পনা যায় চলে,
ভালোবাসা তুমি যেও না চলে।
কি সৌন্দর্য্য নীলিমার নীলে,
ঘাসের লনে দোলনচাঁপা দোলে,
ভাল লাগে তোমায় ভালবাসি বলে,
ভালোবাসা তুমি যেও না চলে।