কত সুখ দুঃখ আনন্দ বেদনা,
রয়ে যায় মানুষের জীবনে,
যার কোন ইতিহাস রচনা হয় না,
শুধু স্মৃতিতে ভরা থাকে মনে।
ছোট ছোট কত না ঘটনা,
ঘটে চলে মানুষের জীবনে,
তার ইতিহাস কেইবা লেখে,
বিস্মৃতিতে হারায় সময়ের সনে।
মানুষের মনের ভিতর যে চিন্তা তরঙ্গ,
তা ইতিহাসের ছেঁড়া পাতায় থাকে না,
বড় বড় ঘটনা শুধু লেখা থাকে সেখানে,
সে গুলোর গুরুত্বও কম কখনও না।
ইতিহাসের পাতা কেন ছেঁড়া হবে,
রাখা দরকার সব ইতিহাস যত্ন করে,
যে অতীত চলে গেছে তা জানতে হলে,
পড়তে হবে ইতিহাসের পাতা ধৈর্য্য ধরে।