কেয়াপুরের নিঝুম শান্ত এক নির্জন দুপুরে,
মনটা নিল কেড়ে ষোল বছরের এক মেয়ে,
নিছক কিশোরী সে কথাবার্তায় খুব পাকা,
মুখ চোখের সরলতা তার দেখেছিলাম চেয়ে।
সেদিন কাছে বসে গল্প কত সে করেছিল,
গল্পে কথায় গানে মনটা আমার ভরেছিল,
মন থাকে মনের ভিতর গভীর গহন মাঝে,
ছুঁয়ে দিয়ে আমার হৃদয় চুরি করে সে নিল।
সেই মেয়েটি ক্রমেই ধীরে ধীরে কেমন করে,
মেঘ হয়ে যে সে আমার আকাশ ছেয়ে ফেলে,
ঝড় তোলে সে আমার সারা হৃদয় মন জুড়ে,
হাওয়ায় হাওয়ায় যাই উড়ে কোথায় যে চলে।
কেয়াপুরের মেয়ে গো তুমি কেয়াপুরের মেয়ে,
শুধুই ঝড় তুলে বলো কেন গো গেলে চলে,
কেয়াপুরের মেয়ে গো তুমি কেয়াপুরের মেয়ে,
হৃদয় ছুঁতে কেন গো সেদিন তুমি এসেছিলে।
তোমায় টানে জানি দূরের ঐ প্রেমের আকাশ,
সেথায় তুমি পেলে পিয়াস ভরে কত মধু,
আমার কথা তোমায় সেদিন হয়নি যে বলা,
হঠাৎ চলে গিয়ে কেন আমায় দিলে দুঃখ শুধু।