যারা আছে এখন দূরে দেশে বিদেশে,
চিন্তার শেষ নেই তাদের বাবা মার,
সেখানে তারাও ভালো নেই বন্দি বেশে,
যারা আছে এখন দূরে দেশে বিদেশে।
তারা জানেনা ফিরবে কবে নিজ দেশে,
ফেরানো ব্যাবস্থা যেন করে সরকার,
যারা আছে এখন দূরে দেশে বিদেশে,
চিন্তার শেষ নেই তাদের বাবা মার।