ভালোবাসা আছে হৃদয়েতে,
বাতাবী ফুলের মতো সুবাসে,
চাঁদের রুপালী আলো যেন,
হৃদয় আকাশ জুড়ে ভাসে।

হৃদয়ের এই ভালোবাসা,
দিলাম সবারে জন্মদিনে,
মঙ্গল হোক সকলের,
আনন্দ শান্তি আসুক জীবনে।