জাগো কৃষ্ণ জাগো নারায়ণ,
হৃদয় মাঝে থাকো আমার,
শুদ্ধ নির্মল করো মন।
অসহ মনের জঞ্জাল যত,
আসক্তি লোভ অসূয়া কামনায়,
মন ভাসে মত্ত হস্তীমতো।
জ্বালো উজ্জ্বল ভক্তির আলো,
দূর হোক মনের জঞ্জাল,
জীবন আনন্দ শান্তিতে ভরো।
জাগো জাগো হৃদয় মাঝে,
শুদ্ধ নির্মল করো মন,
জাগো কৃষ্ণ জাগো নারায়ণ।