বসন্ত এসেছিল হৃদয়ের বনে,
নবীন পাতার উদাত্ত উল্লাসে,
আম্রমঞ্জরীর নীরব শিহরণে,
পাতা উড়েছে ফাল্গুন মাসে।
আসেনি সে নিবিড় পিয়াসে,
পাই নাই তারে কাছে,
শুধু বেদনার গভীর হুতাশে,
শূণ্যতার মেঘে উড়ে গেছে।
আজ বসন্ত জাগায়েছে তারে,
স্মৃতির বেদনা কাঁপিছে ঝিরিঝিরি;
নিমের পাতার মতো মন জুড়ে,
তবুও আনন্দ উঠিছে ভরি।
বসন্ত এনেছে আনন্দ উপহার,
এনেছে প্রাণে বার্তা জাগরণের,
প্রকৃতি সেজেছে পরশে তার,
জাগো হৃদয় জাগো- বেদনা বিষ্মরণের।