ঝাউয়ের ঝিকিমিকি ইউক্যালিপটাসের মাথা নাড়া,
বলে যেন আমায় আসবেনা তুমি ফিরে আর,
যত প্রেম ভালোবাসা মনেতে নিয়েছে জন্ম আমার,
শুধুই গুমরে মরে, নামাতে পারিনা আমি হৃদয় ভার।
তুমি এখন প্রেমিকের সাথে কাটাও সময় দিনেরাতে
যে প্রেম আজ নিয়েছে জন্ম তোমার মনের গভীরে,
ছেয়ে ফেলুক ধীরে তোমার সকল হৃদয় আকাশ,
আমি সব ভুলিব, স্মৃতি জাগায় না যেন আমারে।