মেঠো পথের পাশে হলুদ ফুলে ভরা বাবলা গাছের ধারে,
নাইবা তুমি আজ দাঁড়িয়ে থাকলে আমার অপেক্ষায়,
শীতের রোদ ভরা সকালে গ্রামের পথে হাঁটতে হাঁটতে,
তোমায় দেখতে না পেয়ে তবু বুক ভরে গেল শূন্যতায়।
আমি ভাবব না কিছুই, পাবো না কোন দুঃখ আর,
শূন্যতা আমার বহু দিনের সঙ্গী, সে তো তুমি জানো,
শূন্যতা তো পূর্ণতারই ছায়া,একদিন ছিল তো পূর্ণতা,
শুধু এইটুকু ভেবে শূন্যতাকে সঙ্গী করা যায়, তুমি মানো?
হাঁটতে হাঁটতে পেরিয়ে যাবো ফুলে ভরা কাঞ্চন গাছ,
গোল সবুজ পাতার পরে লাল শালুক ফুটে থাকা পুকুর,
পেরিয়ে যাবো বাঁশবন,লাল ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছ,
আমের মুকুল ঝরা, ঘুঘুর ডাকের আবেশ ভরা দুপুর।
তোমাকে দেখতে না পাওয়ার অতৃপ্তি নিয়ে ঘুরব গ্রাম,
পদ্ম ফুল ফোটা সান বাধানো বড় দীঘির স্থির জলে,
নীল আকাশের ছায়া দেখে আসল আকাশকে ভুলে গিয়ে, অনুভবের আনন্দে কবিতার পদধ্বনি শুনবো হৃদয়ে।
একবার শুধু দেখতে চাই আমার আসল নীলিমাকে,
বহু বছর আমার গেল কেটে তোমাকে না দেখে,
আকাশের মতো তুমি কি আমার হৃদয় দীঘির জলে,
ছায়া হয়ে রয়ে যাবে, বিরহ কবিতার ভাষায় পরশ রেখে।